
প্রকাশিত: Mon, Jun 3, 2024 3:05 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:57 PM
নদী, একাত্তর ও ইমরান মতিন+জীবনান্দ দাস
আফসান চৌধুরী
ড. ইমরান মতিনের দুটি পরিচয় আছে। তিনি এই দেশের আর্থ সামাজিক বিষয়ের ওপর কাজ করা অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানের ইওএউ কর্ণধার। তার প্রভাব পজিশন একেবারে গ্লোবাল পর্যায় ও গবেষণা তার রুজি, জ্ঞান, ধ্যান সব। কিন্তু যদি তার ফেসবুক পোস্ট দেখেন তখন বুঝবেন আসলে তিনি জীবনান্দ প্রেমী। আমাদের মতে, কবির কবিতা উল্লেখ করে এতো পোস্ট কেউ দেয়নি এই দেশে। এই দেশে অত গুরু গম্ভীর কাজ করে, এতো কবিতা প্রেম কারো দেখিনি।
[২] আর তিনি সেনা সদস্য মুক্তিযোদ্ধার সন্তান কোথাও কোনোভাবে বাড়াবাড়ি না করে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস চর্চার খাদেমগিরি করেন। চুকনগর নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবে জানালো। তার বাবার ওপর একটা ডকুমেন্টারি করছে তার বোন পূরবী। কোনো সুবিধা নেননি, নেবে না গবেষক জীবনান্দ প্রেমিক+একাত্তরের ইতিহাসের খাদেম আছে কয়জনা এই দেশে? [৩] হঠাৎ ফোন পেলাম। তখন মাঝ নদীতে। যাচ্ছে সাইক্লোনের ক্ষয়ক্ষতির আন্দাজ করতে। নদীর কাছে গিয়ে বোধহয় নদীর জন্য মনটা কেমন করে উঠেছে। বললো, আফসান ভাই, আপনি তো মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন, নদীর ওপর করেছেন? করা উচিত? একাত্তরের অনেকটাই তো নদী কেন্দ্রিক। কী মনে হয়?
[৪] সারাদিন কাজের মাঝে কথাটা ভেবেছি। আসলেই, নয় কেন? আমার কাছে যেটা শ্রেষ্ঠ একাত্তরের ঘটনা নানা দিক থেকে সেটা নদী কেন্দ্রিক। যেটা আমার উপন্যাস ‘রক্তের মেহেন্দি দাগ’ গ্রন্থেও উল্লেখ আছে। বললাম, নাইম ওয়ারার কথা যে নদী নিয়ে কাজ করছে দীর্ঘদিন আর লিখেছে মুক্তিযুদ্ধের সামাজিক ইতিহাস নিয়ে বহু দিনও সবাই মিলে কাজ করলে হবে না কেন? হবে, চাইলেই হবে চাই। হবে একসাথে কাজ করবো নদী একাত্তর। [৫] ইমরানের অনুপ্রেরণা কি জীবানন্দ? এতো দিন পরেও কবি অনেকের মনের দরজার করা নাড়ছে এতো জোরে? সবাইকে শুভেচ্ছা। লেখক ও গবেষক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
